শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

অসহায় অন্ত:সত্ত্বার বিনামূল্যে সিজারের ব্যবস্থা করলেন !

অসহায় অন্ত:সত্ত্বার বিনামূল্যে সিজারের ব্যবস্থা করলেন !

মানুষ মানুষের জন্য, শরীয়তপুরের নড়িয়ায় এক গর্ভধারিনী মা টাকার জন্য সিজার করাতে পারছিলেন না। এ সময় মাজেদা হাসপাতালে অন্ত:সত্ত্বার বিনামূল্যে সিজারের ব্যবস্থা করে দেন মানবিক ডাঃ খালেদ শওকত আলী। শুক্রবার ০৩ জুলাই এই সিজারের ব্যবস্থা করে দেন তিনি।

মাজেদা হাসপাতাল ও রোগীর পরিবার সুত্রে জানা যায়, নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের দরিদ্র দিনমজুর রুহুল আমিনের স্ত্রী মুক্তা বেগম (৩০)এর ডেলিভারির সময় পার হয়ে যাওয়ায় টাকা না থাকায় অসহায় হয়ে পরেন এবং বিভিন্ন মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতেন। এ সময় নড়িয়ার কিছু যুবকদের কাছে গেলে তারা মানবিক নেতা ডাঃ খালেদ শওকত আলীকে বিষয়টি জানান। ডাঃ খালেদ শওকত আলী জানতে পেয়ে নড়িয়া মাজেদা হাসপাতালে নিয়ে আসতে বলেন। অন্ত:সত্ত্বা রোগীকে মাজেদা হাসপাতাল বিনা খরচে ডাঃ তানিয়া খালেদ এর মাধ্যমে সিজারের ব্যবস্থা করে দেন।

বিনা টাকায় স্ত্রীর সিজার করে দেওয়ায় ডাঃ খালেদ শওকত আলীর জন্য দোয়া করেন এবং ধন্যবাদ জানান রুহুল আমিন।


error: Content is protected !!