
শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় পানিবন্দি বন্যার্তদের ২৫০ পরিবারের মাঝে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়ের সভাপত্বিতে জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আবেদা আফসারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নড়িয়া পৌরসভায় বন্যা কবিলিত অসহায় বন্যার্তদের হাতে এই শুকনো খাবারের প্যাকেট তুলে। এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, জেলা পরিষদের সদস্য মো: আলমগীর হোসেন, মিজানুর রহমান আলম বয়াতী, নড়িয়া পৌর আওয়ামীলীগের সভাপতি প্যানেল মেয়র শহিদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক আবু জাফর শেখ স্থানীয় নেতৃবৃন্দ।
নড়িয়া পৌরসভার মেয়র মো: শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, কয়েকদিনে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নড়িয়া পৌরসভার ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডে পানি ঢুকে প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া দুইশতাধিক বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে।
এদিকে এসব এলাকার রাস্তা-ঘাট সব তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সাথে অনেক রাস্তা পানির তোরে ভেঙে গেছে। অসহায় হয়েছে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। তবে আমাদের স্থানীয় এমপি পানিসম্পদ উপমন্ত্রী নির্দেশে পানিবন্দি এসব এলাকার মানুষদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা সে সব খাবার পানিবন্দি বন্যার্ত প্রতিটি শুকনো খাবার দেয় হলো। পর্যয়ক্রমে বাকিদেরও দেয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |