
মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জীবন ও আদর্শ তুলে ধরে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতার পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ভুমিকা ছিল অপরিসীম। তিনি সর্বোসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ছিলেন। তার ত্যাগ এবং দেশ প্রেমে বাঙালী জাতি তার কাছে চিরঋণী থাকবে।
শনিবার ৮ আগষ্ট বেলা ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় মাতৃছায়া ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নড়িয়া উপজেলা অওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বাঙ্গালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ আগষ্ট নির্মম হত্যাকান্ডে সকল শাহাদাৎ বরণকারীদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। এবং উপমন্ত্রী এ সময় নড়িয়া উপজেলার সকল ইউনিয়নে ১৫ আগষ্টের শোক দিবস সঠিকভাবে যেন পালিত হয় তার ব্যবস্থাপনা করার জন্য সকল আওয়ামীলীগ কর্মীদের আহবান জানান।