
নড়িয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষ্যে ১২ সেপ্টেম্বর শনিবার বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, এম.পি, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এম.পি, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের, সিভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ-আল-মুরাদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক সহ জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।