
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে নড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ সেপ্টম্বর) বিকাল ৫ টায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির সহযোগিতায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক মাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পদাক হাসানুজ্জামান খোকন।
মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা।
মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামচুন নাহার মায়ার পরিচালনায় উপস্থিত ছিলেন, আনোয়ারা সাইফ, লুৎফা আহমেদ, শিরিন আমিন, মাসুদা, ফাতেমা রিয়াজ, রাবেয়া লতিফ, রওশন আরা, ফরিদা, মুক্তা মন্ডল, জুলিয়া পারুল, মনি আক্তার, শান্তা আক্তার, ফরিদা।