
পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, এ দেশের স্বাধীনতার প্রথম স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মই হয়েছিলো বলেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বঙ্গবন্ধু ই স্বাধীনতার ঘোষক। তাঁর নেতৃত্বে তৎকালীন সাড়ে সাত কোটি বাঙালি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর কালজয়ী সংগ্রামের ফসল হচ্ছে বাংলাদেশ। কারণ বিশ্বের মানুষ বঙ্গবন্ধুর নামেই বাংলাদেশকে চেনে। তাঁর কারণেই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে বাঙালিরা বিভিন্ন উচ্চ পদে আসীন হতে পেরেছে। বঙ্গবন্ধু হচ্ছেন মহাবিজয়ের মহানায়ক। বিজয়ের এই মাসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তাঁর কারণেই আজ বাংলাদেশ বিশ্বে অনন্য মর্যাদায় আসীন। কোনো চক্রান্ত ষড়যন্ত্রই তাকে দাবিয়ে রাখতে পারে নাই, পারবেও না। কারণ, বাংলাদেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুজিবুর রহমান খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমূখ।
পরে উপমন্ত্রী নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |