
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুজাবাদ গ্রামে কুকুরের তাড়া খেয়ে শাওন চৌকিদার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে ওই গ্রামের নাসির মোল্লার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
শাওন চৌকিদার উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুজাবাদ গ্রামে লিটন চৌকিদারের ছেলে। হালইসার নন্দনসার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তিনি। নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাওনের মামা ইমরান চৌকিদার জানান, সোমবার রাতে বাড়ি থেকে পাশের সুজাবাদ মোল্লা বাড়ি জামে মসজিদে তারাবিহ্ নামাজ পড়তে যায় শাওন। নামাজ শেষে বাড়িতে যাওয়ার সময় শাওনকে কুকুরে ধাওয়া দিলে নাসির মোল্লার বাড়ির কাঁচা দেওয়ালে ওঠে। তখন দেয়াল ধসে শাওনের বুকের ওপর পরে।
তখন শাওন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে শরীয়তপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। সদর হাসপাতালে নেয়ার সময় ঘড়িসার বাজার এলাকায় শাওনের মৃত্যু হয়।