
শনিবার সকাল ১০ টায় নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নড়িয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নড়িয়া উপজেলার ১শত ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ল্যাপটপ বিতরণ প্রাণি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি ।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেদ উজ্জামান এর সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এরশাদউল ইসলাম, নড়িয়া পৌর মেয়র এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার ইকবাল মনসুর। এটিও সালোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহসভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ সহ ১১১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।