
শরীয়তপুরের নড়িয়া পৌরসভার সাবেক মেয়র মো: শহিদুল ইসলাম বাবু রাড়ীর আয়োজনে সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকগণের ঈদ উপহার ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাবেক মেয়র-এর নিজ বাসভবনে রবিবার ১৬ এপ্রিল ঈদ উপহার হিসেবে ১২৩ জন ইমাম ও মোয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকগণের মধ্যে জুব্বার কাপড়, রুমাল, তাসবিহ, টুপি, আতর ও জুব্বার মজুরী প্রদান করা হয়। পাশাপাশি প্রতিবছর ইমামদের মধ্যে একজনকে লটারির মাধ্যমে পবিত্র ওমরাহ করার সার্বিক খরচ প্রদান করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আ: ওহাব, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাচানুজ্জামান খোকন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, নড়িয়া উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পৌরসভার ইমাম ও মোয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকগণ প্রমূখ।
এ মো: শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, আমি আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। আমি সবসময় আলেমদের ভালোবাসি। এজন্য আমি ঈদ উপহার হিসাবে আজ ১২৩ জনকে জুব্বার কাপড়, রুমাল, তাসবিহ, টুপি, আতর ও জুব্বার মজুরী প্রদান করি এবং পাশাপাশি প্রতিবছর ইমামদের মধ্যে একজনকে লটারির মাধ্যমে পবিত্র ওমরাহ হজ্জ করার জন্য আমার পরিবারের সাথে নিয়ে যাব এবং তাহার ওমরাহ হজ্জের সার্বিক খরচ প্রদান করবো ইনশাআল্লাহ।
ঈদ উপহার পেয়ে ইমাম ও মোয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।