
শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির ১২ ঘণ্টার হরতালে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুরেশ্বর সড়কে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে হরতাল পালন করেন। হরতালকালীন সময়ে তারা সুরেশ্বর সড়কের উপর গাছ ফেলে দেন এবং কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে দেন। এতে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয়রা জানান, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে কে বা কারা সুরেশ্বর সড়কে গাছ ফেলে দেয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা হরতাল পালনকে কেন্দ্র করে সুরেশ্বর সড়কে গাছ ফেলে দেয়। এতে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ এসে গাছ সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |