Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়া মোক্তারেরচর ইউনিয়নে ডাঃ খালেদ শওকতের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

নড়িয়া মোক্তারেরচর ইউনিয়নে ডাঃ খালেদ শওকতের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্র্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ডাঃ খালেদ শওকত আলীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসাবে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
২৮ জুলাই শনিবার বিকাল ৪টার সময় মোক্তারের চর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পাঠান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রচারণায় প্রধান অতিথি হিসাবে উপস্থতি ছিলেন, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার জাতীয় বীর কর্নেল (অবঃ) শওকত আলী এমপি।
মোক্তারের চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাচান মাদবরের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রোকেয়া পদকপ্রাপ্ত নেত্রী বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন মোল্লা, মেরিনা শওকত আলী, জেলা আওয়ামী লীগরে সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বি এম মুনীর হোসেন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, আঞ্চলিক কমিটির সমন্বয়কারী ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন বেপারী।
মোক্তারের চর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাষ্টার সফিজুল হাওলাদারের উপস্থপনায় বক্তব্য কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মকবুল হোসেন মোল্লা, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন আকন, যুবলীগের যুগ্ন-আহবায়ক কামাল হোসেন মৃধা, সদস্য হুমায়ুন কবির খালাসী, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাঈদ বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত বেপারীসহ ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় আনার লক্ষ্যে নড়িয়া-সখিপুরে ডা. খালেদ শওকত আলীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।