Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ইকোফিশ প্রকল্পের নড়িয়া কেদারপুর ইউপির কমিটি গঠন

ইকোফিশ প্রকল্পের নড়িয়া কেদারপুর ইউপির কমিটি গঠন

এ্যানহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ) প্রকল্প ইলিশ সংরক্ষণকল্পে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ পর্যায়ে কো-ম্যানেজমেন্ট কমিটি গঠন মত বিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুলাই) কেদারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইকোফিশ প্রকল্প-ওয়ার্ল্ডফিশ সিএনআরএস’র সহাযোগিতায় নড়িয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এ মত বিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
এ্যানহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ) প্রকল্প ইলিশ সংরক্ষণকল্পে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ পর্যায়ে কো-ম্যানেজমেন্ট কমিটিতে কেদারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ সানাউল্লাহ্ সভাপতি, মেম্বার রফিক কাজী সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন আলম সদস্য পদে মনোয়ন করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ সময় ইকোফিশ প্রকল্প-ওয়ার্ল্ডফিশ সিএনআরএস’র জেলা সমন্বয়কারী রাজিব ঘোষ, সিআইএনআরএস’র ম্যানেজার মো. সাইফুল, অফিস সহকারী মাহামুদুল হাসান ও ইউপি সচিব সাহিনা বেগম, আউয়াল চোকদার, জালাল চোকদার প্রমূখ উপস্থিত ছিলেন।