
১৫ মে বুধবার শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের রত্নগর্ভা মা বেগম আশ্রাফুন্নেছার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আজ বুধবার (১৫মে) বাদ আসর পরিবারের পক্ষ থেকে নিজ বাড়ি সখিপুরের চরভাগা পাইক বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি নড়িয়া ও সখিপুরের বিভিন্ন মসজিদেও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও দিনটিতে এনামুল হক শামীম এমপি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন বলে জানা গেছে।
মৃত্যুকালে মরহুমা স্বামী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, বড় ছেলে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, মেঝো ছেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আমিনুল হক স্বপন, ছোট ছেলে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়াম ও মেয়ে বেসরকারি ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা শামীম আরা কাকলীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় তার বড় ছেলে একেএম এনামুল হক শামীম এমপি সকলের কাছে দোয়া চেয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |