Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

নড়িয়ায় শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার বাদ আসর শরীয়তপুরের নড়িয়া বাজার জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নড়িয়া পৌরসভার উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনের মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এ. কে. এম. এনামুল হক শামীম, সাবেক নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আব্দল ওহাব বেপারী, নড়িয়া পৌরসভার মেয়র মো: শহিদুল ইসলাম বাবু রাড়ী, ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আলী হোসেন, জেলা পরিষদ সদস্য কাজী আলী আহম্মেদ, মো: আলমগীর হোসেন, মো: জহিরুল ইসলাম সিকদার, পৌর কাউন্সিলর আবু জাফর শেখ প্রমুখ।

মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, নড়িয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শামসুল ইসলাম।