Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালন

নড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালন

বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় নড়িয়ায় ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
নড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বেলা ১২ টায় বই উৎসব অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বি এম মুনীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা খানম, সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, মাহবুব হোসেন সহ অভিভাবক ও কোমল মতি শিক্ষার্থীরা।