Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ার শওকত আলী মোল্লার ওমরা হজ পালন

নড়িয়ার শওকত আলী মোল্লার ওমরা হজ পালন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসার কৃতিসন্তান প্রবাসের বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী মোল্লা ওমরা হজ¦ পালন শেষে ব্যবসায়ী এলাকা দুবাই পৌঁছেছেন। সম্প্রতি তার স্ব-পরিবার নিয়ে দুবাই থেকে সৌদি আরবে হজ¦ পালন করেন। অল্প সময়ের মধ্যে হজে¦ যাওয়ার সৌভাগ্য হওয়ায় দেশের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন দেরকে জানাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন শওকত আলী মোল্লা। তিনি জানান, ওমরা পালনের জন্য সিদ্ধান্ত নেওয়া হলে হঠাৎ তার ভিসা প্রস্তুত হয়ে যায় তাই তিনি কাউকে জানাতে পারেন নি। সকলের দোয়ায় তিনি সৌদি আরবে তার নিজ পরিবার কে নিয়ে হজ¦ পালন করে আবার দুবাইতে ফিরে যান। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন সবাই ভালো আছেন। সবার কাছে দোয়া কামনা করেন এবং হজে¦ গিয়ে সকলের জন্য দোয়া প্রার্থনা করেছেন শওকত আলী। শওকত আলীর গ্রান্ড স্টার ট্রাভেল্স (এল.এল.সি), ম্যাকস ট্রাভেল ট্যুরস (প্রা:) লি:, ঝিল মনি এক্সচেঞ্জ, মোল্লা ম্যাকস ব্রিক (প্রা:) লি:, এবং মোল্লা ম্যাকস রিয়াল স্ট্যাট ডড কম নামে কয়েকটি ব্যবসা রয়েছে।