Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মাম সিটিতে প্রবাসী বাঙালীদের আয়োজনে আগামী ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কালচারাবল নাইট ২০২৩। দাম্মাম- জুবাইল রোডের সাফুয়ার কাছে আল-হিনাবী স্টেডিয়ামে বিকেল ৫টায় এই অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ বাংলাদেশ কালচারাল নাইট অনুষ্ঠানের উপস্থাপনায় পার করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক সৃজন হক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বন্যা তালুকদার, জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশিক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমি আরবিন্দ (ভারত) , জনপ্রিয় কৌতুক অভেনেতা (মিরাকেল) কমর উদ্দিন আরমান প্রমুখ।

 

আয়োজকরা জানিয়েছেন এই প্রথম সৌদি আরবের দাম্মাম সিটিতে এতো বড় আয়োজন হচ্ছে। এবং এতো বড় তারকারা এক সঙ্গে একই মঞ্চে

পারফরমেন্স করতে যাচ্ছে।

শরীয়তপুরে নরসিংহপুরে ৫টি বাল্কহেড ও ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে

শরীয়তপুরে নরসিংহপুরে ৫টি বাল্কহেড ও ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে

শরীয়তপুরে নরসিংহপুর ৮টি মামলায় ৫টি বাল্কহেড ও ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

শরীয়তপুরে নরসিংহ পুর ৮টি মামলায় ৫টি বাল্কহেড ও ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনায় নরসিংহপুর নৌ পুলিশের ইনচার্জ মো ইয়াছিনুল হকছর নেতৃত্বে এসআই জাকির হোসেন, এএসআই হাফিজ, এএসআই শামীম সহ অন্যান্য সংগীয় ফোর্স নিয়ে গতকাল ২৩ তারিখ বিকাল ৪টা হতে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন জায়গায় একটানা ১১ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়। তন্মধ্যে ৪ জন অপ্রাপ্ত বয়স্ক ছেলে থাকায় তাদের পরিবারের মাধ্যমে জিম্মায় প্রদান করা হয়েছে। বাকি ৯ জনের বিরুদ্ধে শরীয়তপুর জেলার সখিপুর থানায় মোট ৮ টি মামলা দায়ের করা হয়। ৮টি মামলায় ৫টি বাল্কহেড ও ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এবিষয়ে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের ইনচার্জ বলেন, নদীতে যেকোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান থাকবে। তাছাড়া স্হানীয় সকল মৎসজীবি ভাইদেরকে সরকারি সকল বিধিনিষেধ মেনে মাছ ধরার জন্য আহ্বান জানানো হয়েছে।