Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নারায়ণগঞ্জে ওড়না পেঁচিয়ে রিকশায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জে ওড়না পেঁচিয়ে রিকশায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে ওড়না পেঁচিয়ে রিকশায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মিথিলা আক্তার (২০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতা মিথিলা সোনারগাঁ উপজেলার মদনপুর গ্রামের বাসিন্দা এবং সাব্বির রহমানের স্ত্রী। স্বামী জানান, তারা রিকশায় বাড়ি ফেরার সময় বালুর মাঠ এলাকায় চলন্ত রিকশার চাকায় মিথিলার ওড়না পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লাগে এবং তিনি অচেতন হয়ে পড়েন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।