
ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের অবস্থান করা একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামিক জিহাদের যোদ্ধারা। মঙ্গলবার (১ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, বাড়িটিতে পূর্বেই বিস্ফোরক বসানো ছিল এবং সময়মতো তা উড়িয়ে দেওয়া হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, হামলার পর উদ্ধার অভিযানে আসা ইসরায়েলি বাহিনীকেও লক্ষ্যবস্তু করে গুলিবর্ষণ এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে হামলায় হতাহত বা ধ্বংসের বিস্তারিত তথ্য ইসলামিক জিহাদ কিংবা ইসরায়েল— কোন পক্ষই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
এই হামলার বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |