
জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “ফ্যাসিবাদ উৎখাত করে একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যেই জুলাই আন্দোলন সংঘটিত হয়েছিল। সেই পথ সহজ নয়, তবে সম্ভাবনাময়।”
তিনি জানান, গত বছর শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছিল, তা সফলভাবে উদ্দেশ্য পূরণ করেছে এবং তার ফলেই দেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হয়েছে।
ড. ইউনূস আরও বলেন, “স্বৈরাচার পতনে যেন আর দীর্ঘ সময় না লাগে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। ভবিষ্যতে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ তাৎক্ষণিকভাবে তার পতন ঘটাবে—এই বিশ্বাস আমাদের আছে।”
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের স্মরণে এবার প্রথমবারের মতো মাসব্যাপী কর্মসূচি পালন করছে সরকার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |