Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন কর্মসূচী

শরীয়তপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন কর্মসূচী

দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে শরীয়তপুর পৌরসভার উদ্যোগে পালং বাজার পৌর মার্কেটে এ সচেতনামূলক কর্মসূচী উদ্বোধন করা হয়। শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল উদ্বোধন করেন। তিনি সকল সচেতন নাগরিকগণকে পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে নিজ নিজ বাড়ীঘরের আংগিনা, নিজস্ব পুকুর ইত্যাদি পরিস্কার রাখার অনুরোধ করেন। তিনি বলেন, শহরে মশক নিধনের জন্য পর্যাপ্ত ঔষধ ছিটানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে শরীয়তপুর পৌরসভার ১ম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল, কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক, আব্দুর রশিদ সরদার, কাউন্সিলর রোকেয়া বেগম, কাউন্সিলর ইমু আক্তার, মাস্টার আবুল কালাম, পালং বাজার কমিটির সভাপতি মাহবুব তালুকদার ও সাধারণ সম্পাদক আব্দুল ছালাম বেপারী ও আব্দুর রহমান কোতোয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে একটি র‌্যালী বের করা হয়।