Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এ পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯। অত্যন্ত ভাব-গাম্ভীর্যের সাথে নানা কর্মসূচির মাধ্যমে অত্র প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে কালো পতাকা উত্তোলণ ও জাতীয় পতাকা অর্ধনমিত করণের মধ্য দিয়ে দিনব্যপি অনুষ্ঠানের সূচনা হয়। অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কালো ব্যাচ ধারণ, কলেজ ক্যাম্পাসে শোক র‌্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কলেজ অডিটরিয়ামে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন, দু’আ অনুষ্ঠানের মাধ্যমে দিন ব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
প্রতিষ্ঠানে অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক বেপারী।