Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

নড়িয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০আগষ্ট) বিকাল ৪ টায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ী।
নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আঃ সালাম ভিপি, সহ-সভাপতি জাকির হোসেন খান ডিকেন, আমির হোসেন সিকদার, যুগ্ন-সাধারন সম্পাদক জামিল কবিরাজ, সাংগঠনিক সম্পাদক মালেক হোসেন অপু।
জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সেকান্দার আলম রিন্টুর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার শাহ আলম সরদার, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন গাজী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি দুলাল বেপারী, সাধারন সম্পাদক দেলোয়ার খলিফা, নড়িয়া কলেজের সাবেক ভিপি মোস্তফা সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিল্লাল ফকির, চুন্নু মাদবর, বিল্লাল সিকদার, মোখলেছ শেখ, শহিদুল দেওয়ান, ইকবাল হোসেন মাঝী, বজলুর রহমান বাবুল, বাদশা মাদবর, শওকত হোসেন বেপারী, আসলাম মাদবর, শাহ আলম তপাদারসহ নেতৃবৃন্দ। আলোচনা শেষে নড়িয়া পৌর বাজার জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচলনা করেন।