
শরীয়তপুর সদর উপজেলায় মটরসাইকেল চাপায় ফজলুল হক খাঁন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সদর উপজেলার কাশিপুর হিন্দুপাড়া স্কুল সংলগ্ন শরীয়তপুর-মাদারীপুর সড়কে এই দূর্ঘটনা ঘটে। ফজলুল হক খাঁন কাশিপুর হিন্দুপাড়া গ্রামের মৃত আজিজ খাঁনের ছেলে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, দুপুরের খাবার খেয়ে ফজুলুল হক বাড়ি থেকে আংগারিয়া বাজারে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। সড়কে আসলে মাদারীপুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী মটরসাইকেল ফজলুল হককে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মটরসাইকেলটিতে চালক সহ তিনজন আরোহী ছিলেন। এর মধ্যে সুজন তালুকদার (১৮) নামে একজনকে আটক করা হয়েছে। বাকি দুইজন পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |