Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সাবেক ছাত্রনেতা সৈয়দ হেমায়েতের পিতার কুলখানিতে উপমন্ত্রী এনামুল হক শামীম

সাবেক ছাত্রনেতা সৈয়দ হেমায়েতের পিতার কুলখানিতে উপমন্ত্রী এনামুল হক শামীম

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র,
এবং অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পরিচালক নড়িয়ার কৃতি সন্তান সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেনের পিতা হাজী আব্দুল মালেক মাষ্টারের কুলখানি অনুষ্ঠানে অংশ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ক্রোকিরচর নিজ গ্রামে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হয়। কুলখানিতে গিয়ে উপমন্ত্রী শামীম প্রথমে মরহুম আব্দুল মালেক মাষ্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পন ও কবর জিয়ারত করেন।
মরহুম আব্দুল মালেক মাস্টারের কুলখানি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে আগতদের মাঝে খাবার পরিবেশন। উপমন্ত্রী এনামুল হক শামীম ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, আন্তর্জাহিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পিপি সুলতান মাহমুদ সিমন, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক মো. জহির শিকদার, কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা গোলাম সরোয়ার কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওহাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক পিপি এ্যাড. মির্জা হজরত আলী, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. শাহিন,বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক মেহেদী জামিল, সদস্য আক্তারুজ্জামান জুয়েল, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, জেলা পরিষদের সদস্য মো. আলী কাজী, এনায়েত মুন্সী, মিজানুর রহমান আলম বয়াতী, মো. আলমগীর দালাল, রাজনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজি, সাবেক চেয়ারম্যান আলী উজ্জামান মীর মালত, নড়িয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. দবির শিকদার, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাদন মীর বহর, সাধারণ সম্পাদক মজিবর মেলকার, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু আলেম মাদবর, সাবেক ছাত্রনেতা অল্ড্রিন, রাজনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি স্বপন দেওয়ান, সাধারণ সম্পাদক আতিক নকিব, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার মীর মালত, সাধারণ সম্পাদক সোবাহান হাওলাদার সহ এলাকার কুলখানিতে অংশগ্রহণ করেন।

গত শনিবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন সৈয়দ হেমায়েতের পিতা আব্দুল মালেক মাষ্টার। মৃত্যুকালে হাজী আব্দুল মালেকের বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
হাজী আব্দুল মালেকের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের পুনাই সরদারের কান্দি ক্রোকির চর গ্রামে। শনিবার (৩১ আগষ্ট) বাদ আছর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজা নামাজ ও দাফনে অংশ নেন শরীয়তপুর-১ আসনের সংসদ্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন অপু। এ সময় তিনি ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।