Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

শরীয়তপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

‘বৈশি^ক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও আলোচনা সভা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও শিল্প সহায়ক কেন্দ্র (বিসিক) আয়োজিত শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) একটি বর্ণাঢ্য র‌্যালি বিসিক চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা যুব প্রশিক্ষণকেন্দ্র কক্ষে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্প সহায়ক কেন্দ্র বিসিক উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে এক অলোচনা সভা অুনষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আমীর হামজা, এসডিও’র নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান, জেলা ব্র্যাক প্রতিনিধি জিয়া উদ্দিন আহমেদ প্রমূখ। সভা শেষে যুব উন্নয়নে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন।