
শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতনতা বৃদ্ধির জন্য এক সাথে কাজ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি ডিভিশন) ও ডিনেট-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ আইসিটি ডিভিশন কার্যালয়ে আইসিটি ডিভিশন এর যুগ্ম-সচিব (ই-সার্ভিস পলিসি এন্ড এ্যাক্ট অধিশাখা) মোঃ খায়রুল আমীন এবং ডিনেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ডিনেট, ইউএসএআইডি’র অবিরোধ : রোড টু টলারেন্স প্রজেক্টের সহযোগিতায় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ‘ই-সচেতনতা’ বিষয়ে প্রকল্পের বাস্তবায়ন করছে।
এই প্রকল্পটির মাধ্যমে ডিনেট শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতনতা গড়ে তোলার জন্য যেসব কার্যক্রম বাস্তবায়ন করবে- ১. ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ। ২. সারাদেশের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে অনলাইনে একটি ই-শিখন প্ল্যাটফর্ম প্রস্তুত করা। ৩. শিক্ষার্থীদের সচেতন করার জন্য একটি ২০ সিরিজের ই-কুইজ প্রতিযোগিতার আয়োজন করা। ৪. ই-কুইজে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে নিরাপদ ইন্টারনেট বিষয়ে একটি অলিম্পিয়াড আয়োজন।
উক্ত কার্যক্রম সমূহে ডিনেট এর সাথে প্রত্যক্ষভাবে সাথে থেকে সহযোগিতা প্রদান করবে আইসিটি ডিভিশন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি ডিভিশন-এর সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |