
শরীয়তপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শরীয়তপুর পৌরসভা মেয়র রফিকুল ইসলাম কোতায়লের নিজ তহবিল থেকে পৌরসভার নয়টি পূজা মন্ডপে হতদরিদ্র ৫ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গত সোমবার (৭ অক্টোবর) বিকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ও পালং হরিসভা শরীয়তপুর জেলার কেন্দ্রীয় মন্দির এর সভাপতি শ্রী বিমল কৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে শরীয়তপুর কেন্দ্রীয় হরিসভায় আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও শরীয়তপুর জর্জ কোটের এ পিপি এড্যভোকেট আলঙ্গীর হোসেন মুন্সী, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান উজ্জল আকন, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক ব্যানার্জী, সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান আওয়ামীলীগ নেতা বাবুল তালুকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহাম্মেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা ও সাধারন সম্পাদক নূহুন মাদবর, সাবেক ছাত্রলীগ নেতা জামাল ফকির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |