Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

গোসাইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

‘‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৩ অক্টোবর) শরীয়তপুর জেলার গোসাইরহাটে পালিত হলো আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ অধিদপ্তর, গোসাইরহাট এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা এবং দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। র‌্যালীটি গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
গোসাইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মো. আব্দুল কুদ্দুস হাওলাদার। আন্তর্জাতিক প্রশমন দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।