Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

শরীয়তপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

“সাদা ছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি” শ্লোগানকে নিয়ে শরীয়তপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা সমাজ সেবা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের যাদের চোখের দৃষ্টি রয়েছে তারা দৃষ্টি প্রতিবন্ধীদের দেখলেই সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমরা চোখ বন্ধ করে দোতলা থেকে নিচ তলায় নামলে বুঝতে পারব দৃষ্টি প্রতিবন্ধীদের কত কষ্ট। যাদের আল্লাহ্ চোখ দিয়েছেন তাদের দায়িত্ব দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার, সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান। এ সময় জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন।
সভা শেষে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসেস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্তদের ৬৯ জনের মাঝে ৩৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী পাঁচজনকে স্মার্ট সাদা ছড়ি ও ১৫ জনকে সাধারণ সাদা ছড়ি দেয়া হয়।
জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭৫ সালের ৯ ডিসেম্বর সাদা ছড়ি আইন অনুমোদন ও কার্যকর করা প্রস্তাব গ্রহণ করে। এর পরের বছর থেকে এটি জাতিসংঘের স্বীকৃত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তবে জাতিসংঘ স্বীকৃতি দেওয়ার আগেই ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেন হাইয়ার এ সাদা ছড়ির যাত্রা শুরু করেন। তিনিই সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে এ দিনটিকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাদা ছড়ি নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে ধীরে ধীরে বিভিন্ন দেশে দিবসটি পালন হতে থাকে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে।