Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সাবেক এমপি’র নাতনি টাইফয়েড জ্বরে আক্রান্ত

সাবেক এমপি’র নাতনি টাইফয়েড জ্বরে আক্রান্ত

নড়িয়ার সাবেক এমপি নুরুল হক হাওলাদার এর নাতনি তাবিবাহ হোসেন রাহা (৬) চার দিন যাবত টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাস্থ হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে ২১৪ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন শিশুটির পিতা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ হোসেন। মা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগরের সভাপতি মরহুম নুরুল হক এমপির কণ্যা জোবায়দা হক অজন্তা। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।