
২ নভেম্বর শনিবার শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেনি পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুনুর রশিদ, শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল মামুন শিকদার, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখসহ প্রফেসর, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী আবু তাহেরসহ অন্যান্য অতিথিরা বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা-২০১৯ এ অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |