
“পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্যকে নিয়ে শরীয়তপুরে কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯ইং (৭-১২ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ এ্যাডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী মায়ের সংখ্যা ৫৯ ভাগ। শতকরা ৮৫ ভাগ মানুষ গ্রামে বাস করে। বাল্য বিবাহ রোধ করার জন্য আমরা কাজ করছি। তবুও বাল্যবিবাহ রোধ হচ্ছে না। গোপনে বাল্য বিবাহ দিচ্ছে গ্রাম্য পরিবারগুলো। বাল্যবিবাহ রোধে বর্তমান সরকার কাজ করছে। তাই সকলে মিলে বাল্যবিবাহ রোধ করতে হবে। সঠিকভাবে পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে। বৈশম্যকে কমিয়ে আনতে হবে। মায়েদের ৫৮ ভাগ ডেলিভারি প্রতিষ্ঠানিকের বাহিরে হচ্ছে। আর মাত্র ৪২ ভাগ প্রতিষ্ঠানিকের মাঝে হচ্ছে।
তাই মায়েদের ডেলিভারি প্রতিষ্ঠানিক জায়গায় করতে হবে। প্রতিষ্ঠানিক বাহিরে যেন ডেলিভারি না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জায়গা দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীকে মাদার অফ হিউম্যানিটি উপাধি দিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নয়নশীল দেশ।
অনুষ্ঠানে শরীয়তপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সোহেল পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, সদর হাসপাতালের তত্ত্¦াবধায়ক ডা. মনির আহাম্মদ খান, শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও-১ আজহারুল ইসলাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুস সামাদ তালুকদার। এ সময় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকরাসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন, ভারপ্রাপ্ত সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাম্মেল হক।
জানা যায়, শরীয়তপুর পরিবার পরিকল্পনা বিভাগের জেলায় ৩৩টি এফডব্লিউসি, সদর ক্লিনিক ৬টি, ৪টি এমসিডব্লিউ রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |