Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

শরীয়তপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

“অভিগম্য আগামীর পথে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী ও সাহায্য সেবা কেন্দ্রের আয়োজনে এবং শরীয়তপুর জেলাধীন বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
র‌্যালীটি শরীয়তপুর শহীদ মিনার হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলা কার্যালয়ে সামনে এসে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও শরীয়তপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন।
শরীয়তপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রের ডা. মনিরা সুলতানার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফয়জুল বারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৃষ্টি প্রতিবন্ধী এ্যাডভোকেট আমির হোসেন, হাবিবা ইয়াসমিন। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। কোরআন তেলোওয়াত করেন, দৃষ্টি প্রতিবন্ধী মোঃ মোক্তার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আবু তাহের বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন হলো বাংলাদেশের সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে একসাথে উন্নয়ন করা। আমরা যদি সবাই দ্রুত সবকিছুর সমাধান ও উন্নয়ন চাই, এটা ইচ্ছে করলেও সম্ভব নয়। আমাদের পিছিয়ে পড়া দুর্বল সকলকে নিয়েই ২০৪১ সালে উন্নত বাংলাদেশের টার্গেট। কাউকে বাদ দিয়ে উন্নত বাংলাদেশ চিন্তা করা যায় না।
উল্লেখ্য, দেশের মোট জনসংখ্যার শতকরা ৭ ভাগ জনগোষ্ঠী প্রতিবন্ধী। বাংলাদেশে বেসরকারিভাবে ১৬ লক্ষ ৬৫ হাজার ৭০৮ জন লোক প্রতিবন্ধী বর্তমানে আছে। এদের মধ্যে প্রায় সকলেই প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। অল্প কিছু বাকী আছেন। যারা শিক্ষা গ্রহণ করছে, তারা সকলেই শিক্ষা উপবৃত্তি পাচ্ছে।
সবশেষে জেলা প্রশাসক ৪ জন প্রতিবন্ধীদের মধ্যে অর্থ ঋণের চেক ও ১৪ দৃষ্টি প্রতিবন্ধীদের সাদাছড়ি বিতরণ করেন।