
শরীয়তপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে ৮ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ মাসিক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মামুনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, শরীয়তপুর (এনএসআই)-এর যুগ্ম-পরিচালক মিজানুর রহমানসহ জেলা-উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।
মাসিক এ সভায় বিজয় দিবসে আইন শৃঙ্খলার প্রস্তুতি বিষয়ে আলোচনা, ধর্মীয় মাহফিল বিষয়ে আলোচনা, সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা, মাদক ও স্বাস্থ্যবিষয়ক আলোচনার মতবিনিময় হয়।
এ সময় জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, বিজয় দিবসে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করতে হবে। ধর্মীয় মাহফিলের নামে কোন ধরনের গান-বাজনা ও অনইসলামিক কার্যকলাপ করা যাবে না। শরীয়তপুরে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযানের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |