Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক ক্লোজিং প্রস্তুতি সভা

শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক ক্লোজিং প্রস্তুতি সভা

শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটরদের নিয়ে বার্ষিক ক্লোজিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

৯ ডিসেম্বর (সোমবার) বিকেল ৩টায় শরীয়তপুর অঞ্চল পপুলার লাইফ ইন্স্যুরেন্স-এর আয়োজনে বার্ষিক এ ক্লোজিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শওকত আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক উন্নয়ন (প্রশাসন) নওশের আলী নাঈম। এছাড়া পপুলার লাইফ ইন্স্যুরেন্সের আলামিন বীমা প্রকল্পের প্রকল্প-ইন-চার্জ সৈয়দ মুহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জনপ্রিয় প্রকল্পের সিনিয়র নির্বাহী পরিচালক কামাল হোসেন মহসিন, ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, আলামিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম মাছুম, একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক ও জনপ্রিয় প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল ইসলাম শামীমসহ শরীয়তপুর মাদারীপুরস্থ কর্মরত কর্মীগণ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইন্সুরেন্সকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নতুন নতুন প্রিমিমিয়ামের বিকল্প নেই। এরপর তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত কর্মীদের উদ্দেশ্যে সর্বোচ্চ প্রিমিয়াম কোন কোন প্রকল্প দিতে পারবে, সকল প্রকল্প থেকে তার প্রতিশ্রুতি নেন।