
শরীয়তপুর স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এলজিএসপি-৩ জেলা সমন্বয় কমিটির (ডিসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এলজিএসপি-৩ জেলা সমন্বয় কমিটির (ডিসিসি) এ সভা অনুষ্ঠিত হয়।
এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। তিনি বলেন, আমার গ্রাম, আমার শহর এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিটি ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। এজন্য সর্বপ্রথমে প্রয়োজন ইউনিয়নের নিজস্ব ভবন থাকতে হবে। সেই ধারাবাহিকতায় স্থানীয় সরকার শাখার মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের কাজ সরকার ইতিমধ্যে হাতে নিয়েছে। যেই ভবনে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও মৎস্য অধিদপ্তরসহ ৭টি অধিদপ্তরের কার্যক্রম চলমান থাকবে। যাতে করে প্রতিটি ইউনিয়নের জনগণ সকল দিক দিয়ে সর্বোচ্চ সুবিধা পায়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন তালুকদার-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. খলিলুর রহমানসহ সকল উপজেলার নির্বাহী অফিসারগণ, স্থানীয় সরকার অধিদপ্তরের কর্মকর্তা, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, পাবলিক হেলথ কর্মকর্তা, সকল ইউনিয়ন চেয়ারম্যানগণ, চেয়ারম্যান প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ এবং জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |