Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যু বার্ষিকী আজ

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যু বার্ষিকী আজ
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যু বার্ষিকী আজ

আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যু বার্ষিকী আজ ২৩ ডিসেম্বর। ২০১১ সালের এই দিনে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আব্দুর রাজ্জাকের দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত দুইবার পুর্ব-পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৯ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান ছিলেন। ১৯৭১ সালে মুজিব বাহিনীর প্রধান হিসেবে মহান মুক্তিযুদ্ধে দেশব্যাপি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বাকশালের সম্পাদক মনোনীত হন। ১৯৭৮ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাকশালের সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন। ১৯৯১ সালে বাকশাল আওয়ামীলীগের সাথে একীভুত হয়ে গেলে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য মনোনীত হন। ২০০৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। আব্দুর রাজ্জাক ভেদরগঞ্জ-ডামুড্যা আসন থেকে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালে কালকিনী-গোসাইরহাট নির্বাচনী এলাকা থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে শরীয়তপুর-৩ ও মাদারীপুর-২, ১৯৯৬ সালে শরীয়তপুর-১, শরীয়তপুর-৩, ২০০১ সালে শরীয়তপুর-৩ ও ফরিদপুর-৫ ও ২০০৮ সালে শরীয়তপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী নিযুক্ত হন। আব্দুর রাজ্জাক বিশ্ব শান্তি পরিষদের সহ-সভাপতি ছিলেন।