
শরীয়তপুর জেলা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস(এমএফএস) বিকাশ, মোবাইল ব্যাংকিং, এমক্যাশ, ইউক্যাশ জাতীয় প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় পালং মডেল থানার আয়োজনে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
পালং মডেল থানার অফিসার-ইনচার্জ মো: আসলামউদ্দিন-এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, জেলা বিকাশের ম্যানেজার জাকির হোসেন সুমন, পালং মডেল থানার ওসি(অপারেশন) মো: আশরাফুল ইসলাম, শরীয়তপুর জেলার আওতাধীন এমএফএস প্রতিনিধিরাসহ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, আমরা যারা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস(এমএফএস) সেবা দিয়ে আসছি, তাদের আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে। যাতে করে এ আর্থিক লেনদেনে কোন জঙ্গি, কোন মাদক ব্যবসায়ী, কোন অবৈধ ব্যবসায়ী, কোন দুষ্কৃতিকারী স্থান না পায়। এছাড়া তিনি ৫ হাজার টাকা থেকে তদুর্ধ্ব লেনদেনে আইডি কার্ড অবশ্যই প্রয়োজনীয় বলে তুলে ধরেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |