
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু ব্যক্তিগত তহবিল থেকে তার নির্বাচনী এলাকা শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় করোনা আতঙ্কে ঘরবন্দি দেড় হাজার দুস্থ ও অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করলেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড় ৯ টার দিকে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের মাধ্যমে ত্রাণের চালসহ অন্যান্য খাদ্য উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
শরীয়তপুর ও জাজিরা ২৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় দেড় হাজার পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তার মধ্যে রয়েছে সপ্তাহব্যাপী চলার মতো চাল, আলু ও ডাল, সয়াবিন তেল ও সাবানসহ অন্যান্য খাদ্যসামগ্রী।
এ ইকবাল হোসেন অপু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন আলোচনা করেন।
এ বিষয়ে জননেতা ইকবাল হোসেন অপু বলেন, আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো দুর্যোগে গরিব ও মেহেনতি মানুষের পাশে ছিলেন এবং আছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো গরিব না খেয়ে কষ্ট পায় না। আমরা আওয়ামীলীগের প্রতিনিধি হিসেবে সবসময় মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। সকল অসহায়দের খোঁজখবর রাখতে আমার জেলার নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |