Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর ৫২২ জনের ভেতর ২৯ জনের করোনাভাইরাস পজিটিভ

শরীয়তপুর  ৫২২ জনের ভেতর ২৯ জনের  করোনাভাইরাস পজিটিভ
শরীয়তপুর ৫২২ জনের ভেতর ২৯ জনের করোনাভাইরাস পজিটিভ

শরীয়তপুর ৫২২ জনের ভেতর ২৯ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

শরীয়তপুর জেলার COVID-19 সংক্রান্ত তথ্যের আপডেট তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন।

১লা মে রাত ৯ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জেলায় সর্বমোট নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফল ৫২২ জনের। পজিটিভ ২৯ জন। তন্মধ্যে
নড়িয়া ১০ জন, মৃত ০১ জন; জাজিরা ০৬ জন; সদর ০৬ জন; ডামুড্যা ০৫ জন, মৃত ০১;
ভেদরগঞ্জ ০২ জন।

সেই সাথে পুরাতন রোগীর প্রথম ফলোআপ ও ফলাফলঃ- পজিটিভ ০১ এবং নেগেটিভ ০২(পুরাতন রোগীদের দ্বিতীয় ফলোআপ নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ)। মোট নেগেটিভ ৪৯২ জন।
মোট মৃত্য ০২ জন।

হোম কোয়ারেন্টাইন আছে সদর উপজেলায় ৯০ জন।
ডামুড্যাঃ ৭৪ জন। গোসাইরহাটঃ-
৬১ জন। ভেদরগঞ্জ ৮৫ জন। নড়িয়া ১৩৮ জন।
জাজিরা ১২৫ জন।

হোম কোয়ারেন্টাইন মোট ৫৭৩ জন।
অদ্য নতুন ০৭ জন। অদ্য অবমুক্ত হয়েছেন ৫৫ জন।

প্রাতিষ্ঠানিক আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেউ নেই।