Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ঢাকাস্থ গোসাইরহাট উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্ব ছাড়লেন মাসুদ শান

ঢাকাস্থ গোসাইরহাট উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্ব ছাড়লেন মাসুদ শান
ঢাকাস্থ গোসাইরহাট উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্ব ছাড়লেন মাসুদ শান

ঢাকাস্থ গোসাইরহাট উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০১৯-২০ সনের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার (অর্থ-সম্পাদক) পদ থেকে পদত্যাগ করেছেন মাসুদুর রহমান শান। ৫ মে মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক আবেদনপত্রে পদত্যাগের গঠন দেন তরুণ এ সংগঠক।

ট্রেজারার (অর্থ-সম্পাদক) হিসেবে দায়িত্ব গ্রহণের পর অত্যন্ত দক্ষতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে যাওয়া তরুণ এ সংগঠক করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট জটিলতায় স্বেচ্ছাসেবী সংগঠক হিসেবে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার ব্যর্থতায় নিজেকে কাঠগড়ায় তুলে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, “আমাদের দেশীয় সংস্কৃতিতে পদ আঁকড়ে রাখার যে বহুদিনের অনুশীলন ক্ষুদ্র পরিসরে হলেও সে শিকলটা ভাঙতে পারাটাই আমার কাছে বড় প্রাপ্তি।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাসুদ শান ঢাকাস্থ গোসাইরহাট উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম-আহ্বায়ক।