Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করল উপজেলা ছাত্রলীগ

নড়িয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করল উপজেলা ছাত্রলীগ
নড়িয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করল উপজেলা ছাত্রলীগ

নড়িয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ হতে কৃষকদের মাঝে বিনামুল্যে বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা গ্রামে ৫০ জন কৃষকের মাঝে ৮ ধরনের উচ্চ ফলনশীল শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

এসময় উপজেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বিপ্লব, নয়ন সিকদার, নজরুল, রিয়াদ শেখ, নেসার শেখ, শিমুল হাওলাদার, মাহাবুব মাদবর, স্বপন দেওয়ান, রফিকুল ইসলাম আকাশ, আতিকুর রহমান নকিব, সজিব ইসলাম নেবেল ও হিমেল সরদার প্রমুখ।

ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে খাদ্য-শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে পানি সম্পদ উপমন্ত্রী জননেতা একেএম এনামুল হক শামীম এমপির নির্দেশে উপজেলা ছাত্রলীগ কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ কর্মসূচি নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ নড়িয়ার রাজনগরে কৃষকদের মাঝে বিনামুল্যে এ বীজ বিতরণ করা হয়।