
শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদারের ব্যক্তিগত তহবিল থেকে করোনা দূর্যোগের কারণে ঘরবন্দি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পৌরসভার ৮’শ পরিবারের মাঝে তিনি এ ত্রাণ সহায়তা দিয়েছেন।
শুক্রবার (৮ মে) সকালে স্থানীয় এমএ রেজা ডিগ্রী কলেজ মাঠে শারীরীক দূরত্ব নিশ্চিত করে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তানভির আল নাসীভ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ি, পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র আব্দুল মান্নান হাওলাদার বলেন, আমরা করোনা সংকটের শুরু থেকেই ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। সরকারী ভাবে বরাদ্ধকৃত ত্রাণ বিতরণের পাশাপাশি পৌর তহবিল ও পৌরসভার জনপ্রতিনিধি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে এর আগে আমরা ত্রাণ বিতরণ করেছি। আজ আমার নিজস্ব তহবিল থেকে এ ত্রাণ বিতরণ করছি। আগামি সপ্তাহেও আমার নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ করবো ইনশাল্লাহ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আমাদের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নেতৃত্বে আমরা এ দুর্যোগ পূর্ণ মুর্হুতে সাধারণ মানুষের পাশে রয়েছি। একজন মানুষও ক্ষুধায় কষ্ট পাবে না। আমরা তাদের পাশে আছি।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসিভ বলেন, সরকারী ত্রাণের পাশাপাশি ভেদরগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধনাঢ্য ব্যক্তিরা ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন। আমরা যাতে সঠিক ভাবে ত্রাণ বিতরণ হয় সে লক্ষ্যে সব ধরণের সহায়তা দিচ্ছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |