Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরার কুন্ডেরচর কালুবেপারী উচ্চ বিদ্যালয় ২০০১ ব্যাচের উপহার সামগ্রী বিতরণ

জাজিরার কুন্ডেরচর কালুবেপারী উচ্চ বিদ্যালয় ২০০১ ব্যাচের উপহার সামগ্রী বিতরণ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুন্ডের চর কালু বেপারী উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

বুধবার (২৭ মে) কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত সমাজের হতদরিদ্র ১৮০ টি পরিবারের মাঝে বিভিন্ন ধরণের উপহার সামগ্রী হিসেবে চাউল, ডাল, ভোজ্যতেল, পিয়াজ, লবন বিতরণ করেন।

উল্লখ্য যে, পদ্মা নদী’র ভয়াল থাবায় বারবার ভাঙ্গন কবলিত স্কুলটি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে প্রতিষ্ঠার পর থেকেই। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশে-বিদেশে, সরকারি-বেসরকারি চাকরিতে স্বমহিমায় কর্মরত। মহামারী কোভিড-১৯ এর কারণে বৈশ্বিক বিপর্যয়ে সমাজের বিপর্যস্ত মানুষের পাশে থাকার প্রত্যয়ে স্কুলটির ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা এগিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক ২০০১ ব্যাচের এক প্রাক্তন ছাত্র বলেন,” মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”