
শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ০৩ জনের দেহে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
আক্রান্তরা হলেন জাজিরা উপজেলার পৌরসভায় ০২ ও বড়কান্দি ইউনিয়েনে ০১ জনসহ মোট ০৩ জন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৩৯ জনে। বুধবার ০৩ জুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলার জাজিরা উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ০৩ জন। এ নিয়ে বর্তমানে জেলায় কোভিড-১৯ সংক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৩৯ জনে। নতুন করে কেউ সুস্থ হয়নি। প্রতিষ্ঠানিক আইসোলেশনে সন্দেহভাজন ০১ জন (সদর হাসপাতাল)।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৪৯ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ২ হাজার ৭১৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন মোট ৬২ জন।
উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজেলায় আক্রান্ত ৪০ জন ও সুস্থ ১২ জন। জাজিরা উপজেলায় নতুন ৩ জনসহ মোট আক্রান্ত ২৪ জন ও সুস্থ ৯ জন। নড়িয়া উপজেলায় আক্রান্ত ২০ জন, সুস্থ ১১ জন ও মৃত ২ জন। ভেদরগঞ্জ উপজেলায় আক্রান্ত ১৮ জন ও সুস্থ ৭ জন। গোসাইরহাট উপজেলায় আক্রান্ত ১১ জন, সুস্থ ২ জন। ডামুড্যা উপজেলায় আক্রান্ত ২৬ জন, সুস্থ ২১ জন ও মৃত ১ জন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |