Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করলেন পুলিশ সুপার

শরীয়তপুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করলেন পুলিশ সুপার
শরীয়তপুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। ছবি: দৈনিক রুদ্রবার্তা।

“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৩ জুন বুধবার বেলা ১১ টায় শরীয়তপুর পালং মডেল থানাধীন ৫নং তুলাসার ইউনিয়ন পরিষদে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় পুলিশ সুপার বলেন- আমরা বাংলাদেশ পুলিশ সর্বদাই জনগণের জন্য কাজ করে থাকি। “পুলিশই জনতা, জনতাই পুলিশ” জনগণের সেবায় আমরা সর্বদা নিয়োজিত, সেবাই পুলিশের ধর্ম তাই আমরা চাই পুলিশি সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছাতে। আমরা চাই জনগণের মাঝে আস্থা ও বিশ্বাস তৈরি করতে। নতুন আধুনিক ও মানবিক পুলিশ, আস্থার পুলিশ তৈরি করতে চাই এই বিট পুলিশিং এর মাধ্যমে। তাই আমরা প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দ্বোরগোড়ায় পুলিশি সেবা পৌছাতে চাই, তারই ধারাবাহিকতায় আজ আমরা শরীয়তপুরে এই সর্বপ্রথম পালং মডেল থানাধীন ৫নং তুলাসার ইউনিয়ন পরিষদে বিট নং-১৪ সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করলাম এবং পর্যায়ক্রমে গোটা জেলায় এই কার্যক্রম চালু করা হবে।

তিনি বলেন, এখানে আমারা দুজন পুলিশ অফিসার নিয়োগ করেছি বিট অফিসার হিসেবে রয়েছেন পালং মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ আতিয়ার রহমান এবং সহকারী বিট অফিসার পালং মডেল থানার এএসআই (নিঃ) মোঃ আবুল হোসেন।

এছাড়াও করোনা ভাইরাসের প্রতিরোধ চিকিৎসাসহ বিভিন্ন অপরাধের বিষয়ে তাঁদেরকে সচেতন করাসহ শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, ৫নং তুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদ ফকির, ৫নং তুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোফাজ্জেল হোসেন ফকির ও ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।