
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের গৌড়াইল গ্রামে জোরজবরদস্তি করে মালিকানা ভূমির গাছ কেটে ঘর উত্তোলনের ভয় ও হুমকি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে। শরীয়তপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভার্চুয়াল আদালতে গত মঙ্গলবার ৯ জুন পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিক মৃত মোসলেম সরদারের ছেলে আব্দুস ছালাম সরদার গং বাদী হয়ে ১৪৪/১৪৫ ধারামতে নালিশী ভূমিতে মিস পিটিশন মামলা দাখিল করে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভার্চুয়াল আদালত তদন্তপূর্বক নড়িয়া থানা ওসিকে ব্যবস্থা নিতে আদেশ দেয় যে, উক্ত ভূমিতে যাতে কোন প্রকারের শান্তি ভঙ্গ না হয়, স্থিতিবস্থা বজায় থাকে।
অভিযোগে আব্দুস ছালাম সরদার গং উল্লেখ করেন, নড়িয়া থানার অন্তর্গত ১৪৪ নং গৌড়াইল মৌজার বি.আর.এস. ২০৩নং খতিয়ানের ৫৪৬ নং দাগের বাড়ী ১৭.৮৮ শতাংশ ভূমি হইতে ১২.৫১ শতাংশ ভূমি ক্রয়সূত্রে ০১/১২/১৯৯৪ইং তারিখে ৮৯৮ নং দলিলমূলে মালিক হইয়া প্রায় ২৬ বছর যাবৎ তিনি ভোগ করে আসতেছেন। কিন্তু বর্তমানে একই গ্রামের মৃত মতি খানের ছেলে খবির খান(৪৫), সুলতান খান(৪৮), মৃত হুকুম আলী শেখের ছেলে ইমান আলী শেখ(৬০), মৃত আলী শেখের ছেলে বাবুল শেখ(৩৫) ও মেয়ে মনি বেগম(৪০) জোরজবরদস্তি করে মালিকানা ভূমির গাছ কেটে ঘর উত্তোলনের ভয় ও হুমকি প্রদর্শন করে আসছে। এ কাজে তিনি বাধা দিলে তাকে খুন, জখমসহ মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে আব্দুস ছালাম সরদার গং উক্ত ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এছাড়া আব্দুস ছালাম সরদার, আবু আলেম সরদার, কাওছার সরদার, কাইয়ুম সরদার ও আজাহার খানের থেকে জিজ্ঞাসাবাদেও উক্ত ঘটনার তথ্য পাওয়া যায় যে, কেউ জোরজবরদস্তি করে মালিকানা ভূমির গাছ কেটে ঘর উত্তোলন করতে চেষ্টা চালাচ্ছিল। গাছও কাটা দেখতে পাওয়া যায় এবং ঘর উত্তোলনের জন্য ভিটিও বাধা বোঝা যায়। তবে এ বিষয়ে মৃত মতি খানের ছেলে খবির খান, সুলতান খান, মৃত হুকুম আলী শেখের ছেলে ইমান আলী শেখ, মৃত আলী শেখের ছেলে বাবুল শেখ ও মেয়ে মনি বেগমের সাথে কথা বলতে চাইলে তারা উল্টো গালিগালাজ করে এবং জমির কাগজের কথা জিজ্ঞাসা করলে ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ সিকদারের নিকট জমির কাগজ আছে বলে জানায়।
নড়িয়া থানা ওসি হাফিজুর রহমানকে মুঠোফোনে জিজ্ঞাসাবাদে তিনি জানান, এ বিষয়ে আমার জানা নেই। পরে তদন্তকারী কর্মকর্তা এসআই বিশ্বজিৎ জানান, আমাদের নিকট কোর্ট থেকে ভোজেশ্বর ইউনিয়নের গৌড়াইল মৌজার আব্দুস ছালাম সরদারের একটি নালিশি ভূমির ১৪৪/১৪৫ ধারা একটি আদেশ আসে। আমরা আদেশ মোতাবেক উক্ত ভূমিতে যাতে কোন প্রকারের শান্তি ভঙ্গ না হয়, স্থিতিবস্থা বজায় থাকে, সে নির্দেশ বহাল করে দিয়ে আসি পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |