
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুন বুধবার দুপুর ১২ টায় পালং মডেল থানাধীন ৭নং আংগারিয়া ইউনিয়ন পরিষদে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা বাংলাদেশ পুলিশ সর্বদাই জনগণের জন্য কাজ করে থাকি। ‘পুলিশি জনতা, জনতাই পুলিশ’ জনগণের সেবাই আমরা সর্বদা নিয়োজিত, সেবাই পুলিশের ধর্ম তাই আমরা চাই পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌছাতে। আমরা চাই জনগনের মাঝে আস্থা ও বিশ্বাস তৈরি করতে। তাই আমরা প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছাতে চাই, তারই ধারাবাহিকতায় আজ আমরা আজ পালং মডেল থানাধীন ৭নং আংগারিয়া ইউনিয়ন পরিষদে বিট নং-১৬ সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করলাম।
এখানে আমারা দু’জন পুলিশ অফিসার নিয়োগ করেছি বিট অফিসার হিসেবে রয়েছেন পালং মডেল থানা এসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন, এবং আংগারিয়া পুলিশ ফাঁড়ীর সহকারী বিট অফিসার এএসআই (নিঃ) শাহ্ নেওয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, আংগারিয়া পুলিশ ফাঁড়ীর আইসি পুলিশ পরিদর্শক মিন্টু মন্ডল, ৭নং আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |