Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
নড়িয়ায় চাকধ ও পণ্ডিতসার বাজারে তদারকি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনায় ০১ সেপ্টেম্বর মঙ্গলবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ ও পণ্ডিতসার বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ করা, খদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ও রঙের ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং মোড়কজাতকরণ বিধিমালা লংঘন করায় মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ২ প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।